শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ 

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ বলেছেন, ইমামদের মসজিদে এবং ইমামতির মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে আর্থ-সামাজিক উন্নয়নে নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করবেন। 

বঙ্গবন্ধু ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতা রক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে ১১১০তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ ও প্রাথমিক চিকিৎসা বাক্স বিতরণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. আলমগীর হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. জহির উদ্দীন। ইমামদের পক্ষে বক্তব্য রাখেন চিফ মনিটর মাওলানা মো. মাসুদুর রহমান। হামদ-নাত পাঠ করেন মাওলানা মো. ফিরোজ ইসলাম। 

সঞ্চালক ও মোনজাত পরিচালনা করেন ধর্মীয় প্রশিক্ষক মাওলানা সাব্বির আহম্মেদ। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় রংপুর বিভাগের ৮ জেলা এবং জয়পুরহাট জেলা হতে আগত ১০০জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের মাঝে সনদ বিতরণ ও চিকিৎসা ব্যাগ বিতরণ করেন। সার্বিক তত্তাবধায়নে ছিলেন প্রশিক্ষণ সহকারী আজাদ কালাম রনি।

টিএইচ